রোহিঙ্গা-সংকট । গোটা বিশ্বের চোখ বাংলাদেশের দিকে ঘুরে গেছে , শেখ হাসিনা হয়ে ওঠেছেন আন্তর্জাতিক ফোরামের মধ্যমণি ! প্রবল প্রশংসাও পাচ্ছেন তিনি। সারা বিশ্ব থেকে ত্রাণ আসছে বাংলাদেশে, ভারত-চীন বৈরিতা ভুলে একসাথে চট্টগ্রাম বন্দরে ত্রাণ পাঠাচ্ছে। এতকিছুর পরও আশঙ্কা বা প্রশ্ন জাগে রোহিঙ্গারা কি বাংলাদেশের জন্য আশীর্বাদ না অভিশাপ? সেটা সময়ই বলে দেবে, তবে বাংলাদেশ যে দীর্ঘমেয়াদি সংকটের আবর্তে পড়ে গেল তাতে কোন সন্দেহ নাই। রাষ্ট্রপ্রধান হিসবে শেখ হাসিনার সামনে খুলে গেছে অবারিত সুযোগ বিশ্বসভায় নিজের উচ্চাসন নিশ্চিত করে নেওয়ার। এখন বাংলাদেশ ও শেখ হাসিনা এই সংকটকে সংকট হিসেবেই পাবেন না সংকটকে সম্ভাবনায় বদলে নিতে পারেন সেটা দেখতে আমাদের আরো কিছুকাল অপেক্ষা করতে হবে।
